সাইফ আলীর ওপর সন্ত্রাসী হামলায় পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিলেন কারিনা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার   ১৯ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৫ ১৪৩১ :

নিজ বাড়িতে ছুরিকাঘাত করা হয় সাইফ আলি খান। ঘটনার দিন সাইফ আর দুই সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন কারিনা। এ ঘটনার পর প্রথমবার পুলিশকে জবানবন্দি দিয়েছেন অভিনেত্রী। সেইদিন রাতে কী ঘটেছিল সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

Advertisement

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বয়ান দেন কারিনা। পুলিশের কাছে করিনা কাপুর খান বলেন, হামলাকারী অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে এবং সাইফকে বারবার ছুরিকাঘাত করে। এসময় মূল্যবান গয়না ঘরে ছিল। এমনি কিছু গয়না বাইরের রাখা ছিল। সেই সঙ্গে ঘরে ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। তবে হামলাকারী সেসবে হাতও দেননি।

Advertisement

অভিনেত্রী আরও বলেন, আমাদের সন্তান ও এক নারী গৃহকর্মীকে বাঁচানোর চেষ্টা করেছিল সাইফ। আমরা কোনোমতে ১২ তলায় উঠে যাই। করিনা আরও উল্লেখ করেন, ঘটনার সময় তিনি, সাইফ এবং তাদের দুই সন্তান তৈমুর ও জেহ বাড়িতে উপস্থিত ছিলেন। ঘটনার পর করিনার বোন কারিশমা কাপুর তাকে তার বাড়িতে নিয়ে যান।

প্রসঙ্গত, মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সাইফ। তার সঙ্গে থাকে অভিনেতার স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এবং তাদের দুই সন্তান। সেই বাড়িতে বুধবার গভীর রাতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

Advertisement

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সাইফ। সেখানেই দ্রুত তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। তারপর তাকে নেয়া হয় আইসিইউতে। চিকিৎসকরা জনায়েছেন অস্ত্রোপচার করার পর এখন শঙ্কামুক্ত অভিনেতা। তবে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।