প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী শুরু ২০ নভেম্বর

SHARE

prathomicঢাকা: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে। শেষ হবে ২৭ নভেম্বর।

রোববার (১৭ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।