৭ ছাত্রীকে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঝালকাঠি প্রতিনিধি, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১ : 

ঝালকাঠিতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষককে অভিভাবক ও স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। তার কাছ থেকে নেয়া হয়েছে পদত্যাগপত্রও। আহত প্রধান শিক্ষক ও ৭ ছাত্রী বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি।

Advertisement

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা সদরের নতুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।


পুলিশ, শিক্ষক ও এলাকাবাসী জানায়, বিদ্যালয়টির আসন্ন স্পোর্টস উপলক্ষে টিফিনের সময় সপ্তম থেকে দশম শ্রেণির বেশ কয়েকজন ছাত্রী একটি কক্ষে গান বাজিয়ে প্র্যাকটিস করছিল। গানের শব্দ শুনে প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন ওই ছাত্রীদের পিটিয়ে আহত করেন। খবর পেয়ে অভিভাবক ও এলাকাবাসী ছুটে এসে আহত ছাত্রীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। 


এ ঘটনায় আহত প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে অভিভাবকদের দাবি। তবে এ ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা সনিয়া জানিয়েছে, আহত শিক্ষকসহ ছাত্রীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছে, আহত শিক্ষককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, নতুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়টিতে তিন শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে। আগমী ২৮ জানুয়ারি স্কুলটিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া সম্প্রতি বিদ্যালয়ের এডহক কমিটি নিয়েও স্থানীয়দের সঙ্গে প্রধান শিক্ষকের বিরোধ চলে আসছিল।

Advertisement

ঝালকাঠিতে ৭ ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তাদের হাসপতালে ভর্তি করা হয়েছে। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)