আড়াই বছরেরও অধিক সময় যাবৎ রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ভবন ব্যবহার করে আসছে কলেজিয়েট কিন্ডারগার্টেন৷

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাজহারুল ইসলাম (ক্রাইম রিপোর্টার), বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১ : 

রমরমা ব্যবসা করে যাচ্ছে কলেজিয়েট কিন্ডারগার্টেন৷ প্রতিষ্ঠানটির অবস্থান হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ৷ ব্যবহার করছে কলেজ ক্যাম্পাসের মূল ভবন, বিদ্যুৎ সহ কলেজের শিক্ষা সামগ্রী৷ বিগ্নিত হচ্ছে কলেজ কলেজ কার্যক্রম৷ দীর্ঘ আড়াই বছরের অধিক সময় যাবত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কলেজিয়েট কিন্ডারগার্টেন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান৷

Advertisement

এতো দীর্ঘ সময়েও ব্যবস্থা করতে পারেননি বিদ্যালয়ের নিজস্ব জায়গা ৷ নেই কোনো আয় ব্যয়ের হিসাব৷ জবাবদিহিতার প্রশ্নের সম্মুখীন যেন না করতে হয় সেভাবেই নামমাত্র গভর্নিং কাউন্সিল গঠন করে রাখা হয়৷ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাপ্ত বই ছাড়া অতিরিক্ত বইগুলো কিনতে হচ্ছে বেশি দামে৷ আর এসব বইগুলো কিনতে হয় কিন্ডারগার্টেন এর একজন সহকারী শিক্ষক ও কলেজের প্রাক্তন শিক্ষক জামির হোসাইন ভূইয়ার কাছ থেকে৷ এখানেও রমরমা ব্যবসা ৷ অপর দিকে কলেজ শিক্ষকদের এবং শিক্ষার্থীরা ক্লাসরুমে ঢুকতে পারছেনা সময়মতো ৷

Advertisement

অধিকাংশ শিক্ষকদের কলেজ কতৃক কোয়াটার না থাকায় গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তকের উপর আলাদা তথা প্রাইভেট পড়তে এবং পড়ানোর সুযোগ নেই কিন্ডারগার্টেন চলাকালীন সময় পর্যন্ত৷ এই নিয়ে রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ লোকমান হোসেন গত বছরের ১৩ আগস্ট কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ বরাবর কলেজ ক্যাম্পাস থেকে কিন্ডারগার্টেন এর কার্যক্রম নোটিশ প্রাপ্তির এক মাসের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য একটি স্মারক লিপি পাঠান৷ স্মারক নং কি,এস-২০২৪৷ এক মাস পেরিয়ে পাঁচ মাসেও কর্ণপাত করেননি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ থেকে৷ এবিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ক্ষ্যামা চাকমার সঙ্গে মোঠুফোনে কথা বলে তিনি জানান তিনি কলেজ সভাপতি থাকাকালীন সময়েও নোটিশ প্রদান করার পরেও সেই একই অবস্থায় সাড়া মিলেনি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ থেকে ৷ এজন্য তিনি দুঃখপ্রকাশ করেন৷ একই সাথে তিনি আমার মাধ্যমে কলেজের গভর্নিং কমিটির সহায়তা চেয়েছেন এবং কলেজের কার্যক্রম যেন ব্যহত না ঘটে এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের কথা বলেছেন (চলবে)৷

Advertisement