ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাদারীপুর প্রতিনিধি, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫ || মাঘ ২ ১৪৩১ :
মাদারীপুরের রাজৈর এক তরুণীর সঙ্গে থানা পুলিশের দুই এএসআই মদপান করে নৃত্যে অংশ নেয়ার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে সমলোচনার ঝড় ওঠে পুরো জেলাজুড়ে।
Advertisement
বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত দুই পুলিশ উপ-সহকারী পরিদর্শককে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। অভিযুক্তরা হলেন, রাজৈর থানায় এএসআই মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারী।
Advertisement
জানা যায়, রাজৈরের কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে সম্প্রতি যোগ দেন রাজৈর থানায় এএসআই মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারী। পরে মদপান করে এক তরুণীর সঙ্গে নৃত্য করেন দুই পুলিশ সদস্য। যা এরইমধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে আসলে জেলার পুলিশ সুপার দুই এএসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন। বিষয়টিতে ষড়যন্ত্রের শিকার বলে দাবি অভিযুক্ত দুই পুলিশ সদস্যের।
Advertisement
মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, পুলিশের নিয়মনীতি ভঙ্গ করার অভিযোগে রাজৈর থানার দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
রাজৈর থানায় এএসআই স্বপন অধিকারী ও মো. হাদিবুর রহমান। ছবি সংগৃহীত