ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি (ভিডিও)

SHARE

https://youtu.be/1w-Rr1YCqdo?si=KX44bxn911ebauaT

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি,শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১ :

আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে সব কিছু। পুড়ে ছাই হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাজার হাজার একর এলাকা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সৃষ্টিকর্তার রহমত ছাড়া মানুষের পক্ষে আর কিছুই করা সম্ভব হচ্ছে না। এই আগুনকে পারমাণবিক বোমা হামলার সঙ্গেও তুলনা করা হচ্ছে। কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের এই অঞ্চল এখন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান হয়ে গেছে।

Advertisement

নিজেদের বাড়িঘর সহায় সম্বল সব চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি যখন প্রাণ নিয়ে বাঁচার জন্য ছুটে চলা- তখন কিছু মানুষ বাড়িঘর লুটপাটে ব্যাস্ত। যে যেভাবে পারছে আগে ভাগেই লুট করে নিয়ে পালাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসের একটি শহরে কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে ভয়াবহতম এই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৩৪ হাজার একর জায়গার গাছপালা, ঘরবাড়ি সবকিছু। আগুনে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। হলিউডের অনেক তারকাই বাড়িঘর হারিয়েছেন।

Advertisement

মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত আনুমানিক ১৫০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায়- ১৮ লাখ, ২৯ হাজার কোটি টাকারও বেশি। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রান্তে আগুন নেভাতে দিনরাত কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিভিন্ন স্থানে বিমান থেকে ছিটানো হচ্ছে পানি। তবে এমন দানবীয় আগুনের কাছে খুব একটা কাজে আসছে না।

Advertisement

বলা হচ্ছে মাত্র ৬ শতাংশ এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে বাতাসের সেই তীব্রতা কিছুটা কমেছে। আশপাশের ৬টি অঙ্গরাজ্য থেকে লস অ্যাঞ্জেলেসে গেছে ফায়ার সার্ভিসের গাড়ির বহর। কানাডা থেকেও পাঠানো হয়েছে ফায়ার ফাইটারদের। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে এই ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে।

দাবানলে জ্বলছে বসতঘর। ছবি : সংগৃহীত