আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত, নারী সহযোগী আটক (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জের আড়াইহাজার প্রতিনিধি,শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১ :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে বিল্লাল (৪৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় লাভলী (২৫) নামে ডাকাত দলের এক নারী সহযোগীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিল্লাল ও আটক লাভলীসহ ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বৃহস্পতিবার রাতে কাহেন্দী গ্রামের জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে। তবে ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় কাহেন্দী ব্রিজের ওয়াসা লাইনের কাছে জনতার হাতে ধরা পড়ে বিল্লাল। ওই সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়।

Advertisement

অন্যদিকে বিল্লালের সহযোগী লাভলী ঘটনার সময় প্রাণ বাঁচাতে পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে খবর পেয়ে রূপগঞ্জ-আড়াইহাজার জোনের সার্কেল অফিসার মেহেদী ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে নিহত বিল্লালের লাশ সুরতহাল রিপোর্ট শেষে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত বিল্লালের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। এছাড়া আটক লাভলীর ভূমিকা নিয়ে তদন্ত চলছে।