সচিবালয়ের অগ্নিকাণ্ড ‘পরিকল্পিত’ মনে হচ্ছে নৌবাহিনী কর্মকর্তার (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা সচিবালয় প্রতিনিধি, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১ :

সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত হতে পারে বলে মনে করছেন নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম।

Advertisement

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের ৭ নম্বর ভবনের সামনে সাংবাদিকদের কাছে এ আশঙ্কার কথা জানান তিনি।

সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে সেখানে কাজ করে নৌবাহিনীর একটি দল।

Advertisement

আমিনুল ইসলাম বলেছেন, “ছয় তলা, নয় তলা এবং মাঝেও বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আগুন। এভাবে একসঙ্গে বিভিন্ন জায়গায় শর্টসার্কিট থেকে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা নেই। এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড হতে পারে।”

অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর দল এখনো সেখানে কাজ করছে জানিয়েছেন তিনি।

Advertisement

আমিনুল ইসলাম আরও বলেছেন, “যতটুকু আমরা পর্যবেক্ষণ করেছি, যেখানে যেখানে আগুন লেগেছে, সব পুড়ে গেছে। এখনও পুরোপুরি আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, তবে আমরা কাজ করছি।”

সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে সেখানে কাজ করে নৌবাহিনীর একটি দল