১৫০ ফুট গভীর কুয়ায় ৩ বছরের শিশু, চলছে উদ্ধার কাজ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ভারতের রাজস্থান  প্রতিনিধি, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১ :

ভারতের রাজস্থানে ১৫০ ফুট গভীর কুয়ায় পড়ে গিয়ে আটকে আছে ৩ বছরের শিশু চেতনা। তবে, ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুকে এখনও উদ্ধার করা যায়নি। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে তাকে উদ্ধারে তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)।

Advertisement

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, সোমবার দুপুরে রাজস্থানের কোটপুটলি-বেহরোর জেলার সারুন্দ এলাকায় প্রায় তিন বছর বয়সী মেয়ে শিশু চেতনা তার বাবার খামারে খেলার সময় দুর্ঘটনাক্রমে কুয়ায় পড়ে যায়।

শিশুটির পরিবার প্রথমে প্রতিবেশিদের সহায়তায় উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তা ব্যর্থ হয়। দমকল এবং পুলিশকে খবর দেওয়া হয়। তারাও উদ্ধারের চেষ্টা করে। এরপর এনডিআরএফ এবং এসডিআরএফ ঘটনাস্থলে আসে। সোমবার সন্ধ্যা থেকে উদ্ধারকাজ শুরু হয়।

Advertisement

এনডিআরএফ কমান্ড্যান্ট যোগেশ মীনা জানান, প্রথমে শিশুটিকে একটি রিংয়ের মধ্যে আটকে বের করে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই রিং গর্তে আটকে যাওয়ায় সেই প্রচেষ্টা বিফলে যায়।

তিনি আরো জানান, শিশুটিকে অক্সিজেন সরবরাহ করতে একটি পাইপের মাধ্যমে অক্সিজেন পৌঁছানো হচ্ছে।ক্যামেরার মাধ্যমে শিশুটির অবস্থান সম্পর্কে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে।

তবে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও শিশুটি উদ্ধার না হওয়ায় আশঙ্কা বাড়ছে। বর্তমানে ‘হুক’ কৌশলের মাধ্যমে শিশুটিকে দ্রুত বের করে আনার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।

Advertisement

দুই সপ্তাহ আগে রাজস্থানের দৌসা জেলায় ‘আরিয়ান’ নামে পাঁচ বছর বয়সী এক শিশু কুয়ায় পড়ে গিয়েছিল। সেসময় ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালানো হয়, কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি।