ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে ঢুকিয়ে তরুণীকে পুড়িয়ে হত্যা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া  প্রতিনিধি, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১ :

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার গাজীর বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গ্রেপ্তার ফারহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়ার ছেলে। ফারহান রনি এলাকার চিহ্নিত মাদককারবারি বলে অভিযোগ স্থানীয়দের।

Advertisement

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুঁইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন তারা। তখন সেখানে থাকা ফারহান রনিকে জিজ্ঞেস করলে তিনি জানান, ঘরে পাতা পুড়িয়েছেন তিনি। এ কথায় বিশ্বাস না হলে এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করলে ফারহান তাদের মারার হুমকি দেয়। এতে সন্দেহ হলে গ্রামের লোকজন নিয়ে ঘরে গেলে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পায় সবাই। তখন পুলিশকে খবর দিলে তারা এসে মাটি খুড়ে লাশ বের করে।

Advertisement

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বলেন, “একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। পুরুষ না নারী তা বোঝা যাচ্ছে না। তবে সেখানে হাতের চুড়ি পাওয়ায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।”