ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বাগেরহাটের মোংলা প্রতিনিধি,মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ১৮ ১৪৩১ :
বাগেরহাটের মোংলায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে আসায় শ্লীলতাহানি ও মারধরের শিকার হয়েছেন লাইজু আক্তার (২৮) নামে এক নারী। আহত লাইজু মোংলা উপজেলার সিগনাল টাওয়ার এলাকার মো. সলেমান তালুকদারের মেয়ে। সে মোংলা ইপিজেড এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করে।
Advertisement
রোববার (২ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বটতলা (মুন্সিপাড়া) এলাকায় স্বামী সাগর তালুকদার (৩৫) এর বাড়িতে হাজির হয় লাইজু। এর পরপরই তাকে পিটিয়ে জখম করে প্রেমিক স্বামী মো. সাগর তালুকদারের পরিবারের সদস্যরা। মো. সাগর তালুকদার বটতলা (মুন্সিপাড়া) এলাকার কুদ্দুস তালুকদারের ছেলে।
লাইজু আক্তারের দাবি, তার সঙ্গে সাগর তালুকদারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২৪ সালের ১৫ জুলাই নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। বিবাহের পর তাকে ভাড়া বাসায় রাখে। তাকে ঠিক মতো ভরণ পোষণ দেয় না। বাড়ি তুলে নেয়ার ক্ষেত্রেও নানা টালবাহানা করতে থাকে সাগর। বিভিন্ন সময় ব্যবসা করবে বলে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় এবং টাকা না দিলে তাকে মারধর করতো।
Advertisement
উপায়ন্ত না দেখে রোববার বিকেলে সাগররের বাড়িতে হাজির হন। এ সময় তার পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত সাগর তালুকদার জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। স্ত্রীর দাবিতে বাড়িতে অনশন করে। সে আমার দ্বিতীয় স্ত্রী। সে জেনে শুনেই আমাকে বিবাহ করেছে।
এব্যাপারে মোংলা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেয়া হবে।