ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মুন্সীগঞ্জ প্রতিনিধি, শনিবার ৩০ নভেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ১৫ ১৪৩১ :
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় জানা গেছে। তার নাম সাহিদা বেগম (২৪)। তিনি ঢাকার ওয়ারীর একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
Advertisement
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাহিদার মা জরিনা খাতুন লাশ শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান।
সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে দোগাছি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর মরদেহ ঘিরে রাখে পুলিশ। নমুনা সংগ্রহ করে পিবিআইয়ের বিশেষ টিম।
Advertisement
ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, খুব কাছ থেকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, ভোরে ওই নারীকে এক যুবকের সাথে ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। এসময় কথা কাটাকাটিও হয় তাদের মধ্যে।
Advertisement
অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুব কাছ থেকে গুলি করা হয় ওই তরুণীকে। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, সাহিদাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত