ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ১৪ ১৪৩১ :
মৌলভীবাজারের বড়লেখায় শাহবাজপুর চা বাগানের ৯৬৮ একর ভূমি দখলের অভিযোগ রয়েছে একটি চক্রের বিরুদ্ধে। নানা উদ্যোগ ও প্রশাসনের সহায়তা নিয়েও উদ্ধার করা যায়নি এসব ভূমি। এতে ব্যাহত হচ্ছে বাগান সম্প্রসারণ ও চা চাষ।
Advertisement
জানা যায়, ২০০৭ সালে ২ হাজার ৮৮৬ একর ভূমি ইজারা নেয় স্কয়ার গ্রুপ। তবে ২০২২ সালে হঠাৎই বাগানের জায়গায় ঘর নির্মাণ শুরু করে প্রভাবশালী একটি চক্র। এতে বাধাগ্রস্ত হয় চা চাষ ও বাগান সম্প্রসারণের কার্যক্রম।
বর্তমানে ৮০টি পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে এ সব ভূমি। দখলকারীদের দাবি, এ জায়গা তাদের। সমস্যা সমাধানে চলতি বছর সেপ্টেম্বরে শুরু হয় জমি পরিমাপ। প্রথমদিকে দখলকারীরা উপস্থতি থাকলেও পরে আর পাওয়া যায়নি তাদের।
Advertisement
এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বিাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজটি বাস্তবায়ন করা হবে।
Advertisement
এ নিয়ে সম্প্রতি ৭টি মামলা করেছে স্কয়ার গ্রুপ। পাল্টা ২টি মামলা করেছেন দখলদাররা।
শাহবাজপুর চা বাগান, মৌলভীবাজার। ছবি :ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)