খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের স্রোত, আওয়ামী লীগ অফিসে আগুন (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খুলনার শিববাড়ি প্রতিনিধি, মঙ্গলবার  ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১ :

শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় সংগীতসহ বিভিন্ন বিদ্রোহী সংগীত পরিবেশন করতে থাকেন। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠনের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার খুলনার শিববাড়ি মোড় বিনা বাধায় দখলে নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মোড়টিতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

সকাল সাড়ে ১০টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে দলে দলে শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা উপস্থিত হতে থাকেন। ধীরে ধীরে সেখানে জনস্রোত তৈরি হয়।

ওই সময় শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় সংগীতসহ বিভিন্ন বিদ্রোহী সংগীত পরিবেশন করতে থাকেন। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠনের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

সড়কের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত পোস্টার ছিঁড়ে শিক্ষার্থীরা তাতে আগুন জ্বালিয়ে দেন।

Advertisement

অন্যদিকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড হয়ে শহরের অন্যান্য স্থান দখল দেয়ার চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে নগরের শঙ্খ মার্কেট এলাকায় মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে।

আওয়ামী লীগ অফিসে আগুন ধরার ঘটনার পর শিক্ষার্থীরা খুলনা জেলা পরিষদের দিকে রওনা হন।

অগ্নিসংযোগের বিষয়ে শিক্ষার্থী কিংবা আওয়ামী লীগের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Advertisement

আওয়ামী লীগ অফিসের কাছেই রয়েছে খুলনা জেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, খুলনা সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন, বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয় ও খুলনা জেলা কারাগার।

সকাল সাড়ে ১০টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে দলে দলে শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা উপস্থিত হতে থাকেন। ধীরে ধীরে সেখানে জনস্রোত তৈরি হয়। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)