ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার ১৮ নভেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ৩ ১৪৩১ :
র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। কালা বাবুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা ছাড়াও চাঁদাবাজি, মারামারি ও মাদক মামলা চলমান রয়েছে। এই আসামিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
Advertisement
সাবেক সংসদ সদস্য আউয়ালের নির্দেশে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী সন্তানের সামনে ব্যবসায়ী সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার আসামি কালা বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করেছিলাম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পল্লবীর সিরামিক এলাকায় অভিযান চালিয়ে কালা বাবুকে গ্রেপ্তার করা হয়। হত্যার পর থেকে কালা বাবু পলাতক ছিলেন। তার আসল নাম শেখ রাসেল হোসেন।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা ছাড়াও চাঁদাবাজি, মারামারি ও মাদক মামলা চলমান রয়েছে। এই আসামিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।’
জমি নিয়ে বিরোধের জেরে ১৬ মে পল্লবীর বুড়িরটেকের বাসিন্দা সাহিনুদ্দিনকে বাসা থেকে ডেকে নিয়ে তার সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা বেগম পল্লবী থানায় ২০ জনের নামে মামলা করেন।
Advertisement
মামলায় প্রধান আসামি করা হয়েছে লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে।
৩০ লাখ টাকায় আউয়াল এই খুন করান বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। যারা হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে অংশ নেন বলে অভিযোগ উঠেছে, সেই মো. মনির ও মো. মানিক পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
সাহিনুদ্দিন হত্যার ভাইরাল ভিডিওতে দেখা যায়, মনির চাপাতি দিয়ে সাহিনুদ্দিনের ঘাড়ে একের পর এক কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
সাহিনুদ্দিনের মা আকলিমা বেগমের অভিযোগ, পল্লবীর সেকশন-১২ বুড়িরটেকের আলীনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেডের এমডি আউয়ালের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে ভাড়াটে সন্ত্রাসীরা সাহিনুদ্দিনকে হত্যা করেছে।
তার অভিযোগ, আলীনগর এলাকায় সাহিনুদ্দিনদের আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ১০ একর জমি জবরদখলে বাধা দেয়ায় খুন হতে হয়।
Advertisement
১৯ মে সকালে হত্যা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
পল্লবীতে সাত বছর বয়সী সন্তানের সামনে ব্যবসায়ী সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার আসামি কালা বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)