ঢাকা: খুব বেশিদিন আগের কথা নয়। গত বছরের নভেম্বরে প্যারিসে ভয়াবহ হামলা চালায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ফুটবলের জনপ্রিয় আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) চলছে ফ্রান্সে। ফাইনালের মধ্য দিয়ে এর পর্দা নামতে যাচ্ছে। ফ্রান্স-পর্তুগাল শিরোপা নির্ধারণী ম্যাচ সামনে রেখে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।
রোববার (১০ জুলাই) প্যারিসের সেন্ট ডেনিসে শিরোপা লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ফ্রান্সের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
জানা যায়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ৬,৮০০ পুলিশ অফিসার নিয়োজিত থাকবেন। ম্যাচ চলাকালীন ও শেষে স্টেডিয়াম, দর্শক জোন এবং চ্যাম্পস ইলিসিস প্রাঙ্গণে নিরাপত্তা সদস্যরা ছড়িয়ে থাকবেন।
স্টেডিয়ামের চারপাশে ১ হাজার তিনশ সশস্ত্র পুলিশ ও পুলিশ কর্মকর্তা টহল পরিচালনা করবেন। তিন হাজার চারশ জন অবস্থান নেবেন চ্যাম্পস ইলিসিস এরিয়ায়, যেখানে বিজয়ী দলের সমর্থকরা শিরোপা উল্লাসে মাতবেন।
আইফেল টাওয়ারের কাছেই ফ্যান (দর্শক) জোন। যেটা নিরাপত্তা বাহিনীর কঠোর পর্যবেক্ষণে থাকবে। রাস্তায় গণপরিবহন ব্যবস্থায় যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় তা নিশ্চিতের দায়িত্বে সাতশ পুলিশ অফিসার।
সব মিলিয়ে ইউরো ফাইনাল ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাই থাকছে। ঘরের মাঠে ১৯৯৮ বিশ্বকাপের পর ফ্রেঞ্চরা আবারো শিরোপা উল্লাসে মাতবে নাকি প্রথমবারের মতো বড় কোনো ট্রফি জয়ের উচ্ছ্বাসে ভাসবে পর্তুগিজরা সেটিই এখন দেখার অপেক্ষা!