ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মোঃ নাজিম উদ্দিন (নিজাম) মেঘনা থেকে, শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪ || কার্তিক ২৪ ১৪৩১ :
কুমিল্লার মেঘনায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (৭ নভেম্বর) বৃহস্পতিবার বিকাল ৩.ঘটিকার সময় মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মেঘনা উপজেলা বাস স্ট্যান্ড হইতে একটি মিছিল ও র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষণ শেষে মেঘনা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানিকারচর লালমিয়া সরকার লতিফ মুন্সী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে বর্ণাট্য র্যালী ও আলোচনা সভার সমাপ্ত হয়।
Advertisement
মেঘনা উপজেলা বিএনপির উদ্যোগে মেঘনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক আহবায়ক জনাব মোঃ রমিজ উদ্দিন (লন্ডনী) এর সভাপতিত্বে ও
সাবেক যুবদলের আহ্বায়ক জনাব মোঃ আতাউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় ও উভয়ের নেতৃত্বে সারাদেশের ন্যায় কুমিল্লা মেঘনা উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির সকল নেতা-কর্মীদের নিয়ে বর্ণাট্য র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।র্যালী ও আলোচণা সভায় ঐতিহাসিক ৭নভেম্বরের তাৎপর্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় আগামীদিনে দলকে সুসংগঠিত করার উপর আলোচণা করা হয়।
Advertisement
র্যালী ও আলোচণা সভায় বক্তব্য রাখেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জনাব মোঃ রমিজ উদ্দিন (লন্ডনী), উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবদলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান ভূঁইয়া, মোঃ ছলিমুল্লাহ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোসাঃ দিলার শিরিন, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন সরকার, প্রফেসর শহিদুর রহমান, হুমায়ুন কবির, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুল হাসান বিপ্লব শিকদার, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মোঃ নুর উদ্দিন মিন্টু, আবু ইউসুফ নয়ন এ ছাড়াও এই সময় বক্তব্য রাখেন মেঘনা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা, জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, যুবদলের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মোঃ রমিজ উদ্দিন লন্ডনীর নেতৃত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় বিএনপি নেতা-কর্মীসহ মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।