চট্টগ্রামে সেই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ গ্রেপ্তার। ছবি; সংগৃহীত
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪ || কার্তিক ২৪ ১৪৩১ :
চট্টগ্রাম নগরীতে আবাসিক হোটেলে বিবি কুলছুম লিপি নামে এক নারী হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
গ্রেপ্তার আসামির নাম- ফরহাদ হোসেনকে (২৪)।
Advertisement
তার বাড়ি ভোলা জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান।
তিনি জানান, বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে সিআইডির চট্রগ্রাম ইউনিট। গ্রেপ্তারের আগে তার সম্ভাব্য অবস্থান হিসেবে চট্টগ্রাম মহানগরী ও নিজ বাড়ি ভোলায় একাধিকার অভিযান পরিচালনা করা হয়।
এর আগে গত ১৯ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ গুলজার হোটেলের একটি কক্ষের ওয়াশরুমের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় ভুক্তভোগী বিবি কুলছুমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি নোয়াখালীর সদর থানার মুরাদপুর গ্রামে।
Advertisement
এ ঘটনায় গত ২১ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করেন ভুক্তভোগীর বাবা মো. আব্দুল ছত্তর (৬৪)। পরে এই ঘটনার ছায়া তদন্ত করে অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে সিআইডি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর বহদ্দারহাটস্থ গুলজার হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন ফরহাদ ও লিপি। পরের দিন দুপুরে তারা চেক আউট না করায় হোটেল কর্মচারীরা রুমের সামনে গিয়ে দরজার হাতল বাইরের দিকে লাগানো দেখতে পান। এ সময় সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে কর্মচারীরা লিপিকে ওয়াশ রুমের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পান।