ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিনিধি, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ || কার্তিক ১৫ ১৪৩১ :
বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৪৬ জনকে গুলি করে হত্যার পর লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
Advertisement
পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হয়। এরপর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।
Advertisement
তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ জানায়, গ্রেপ্তার আতংকে এতদিন গা ঢাকা দিয়েছিলেন শহিদুল। অবৈধ পথে দেশত্যাগেরও পরিকল্পনা ছিল তার।
এদিকে ১৫ নভেম্বর পুরাতন হাইকোর্ট ভবনে জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরু হবে আশা করছেন, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।