এভসেকের বিরুদ্ধে এপিবিএনের অফিস দখলের অভিযোগ (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিনিধি, বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১ :

এভিয়েশন সিকিউরিটি ফোর্স এভসেকের বিরুদ্ধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি অফিস দখলের অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত অভিযোগ এনে এয়ারপোর্ট আর্মড পুলিশের পক্ষ থেকে বিমানবন্দর থানায় সাধারন ডায়েরিও করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর থানা পুলিশ। জিডিটি করেছেন বিমানবন্দর আর্মড পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার জাকির হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই সোলাইমান কবির।

Advertisement

এভিয়েশন সিকিউরিটি ফোর্স- এভসেকের বিরুদ্ধে দায়ের করা সাধারন ডায়েরিতে বিমানবন্দর আর্মড পুলিশ অভিযোগ করে, আর্মড পুলিশের শাহজালাল বিমানবন্দর অফিসের প্রবেশমুখের বামপাশে দেয়ালে লেখা এয়ারপোর্ট আর্মড পুলিশ, এয়ার সাইড কমান্ড এ্যান্ড কন্ট্রোল লেখা সাইনেবার্ডটি ভাঙ্গা অবস্থায় অফিসের ভেতরে রেখে দেয়া হয়।

একই সাথে, অফিসের ভেতরে থাকা সরকারি কাজে ব্যবহৃত কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস, এবং ২০১০ সাল থেকে রক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রও নির্দিষ্ট স্থানে পাওয়া যায়নি।

Advertisement

এমনকি, অফিসের সিসি ক্যামেরাটিও পাওয়া যায় ভারী সাদা কাগজে মোড়ানো অবস্থায়।

আর্মড পুলিশ অফিসের সামনের এপিবিএনের লোগো সম্বলিত স্টিকার উৎপাটন করে বিএফ টাস্ক ফোর্স লেখা। একই সাথে বিমান বাহিনী ও সিভিল এভিয়েশনের লোগো বসানো রয়েছে। সিসি ক্যামেরাটি কাগজে মোড়ানোর কারণে কী কী মালামাল ও গুরুত্বপূর্ণ এবং কী কী নথি সরানো হয়েছে, তা পরিপূর্ণভাবে যাচাই করাও সম্ভব হয়নি।

Advertisement

জিডিতে আরো উল্লেখ করা হয় যে, এসভেকের এক কর্মকর্তা আর্মড পুলিশ কর্মকর্তাদের জানান, অ্যাপ্রোন এরিয়ার ৩৩ নম্বর গেটে এপিবিএন অফিস তার মালামাল সরিয়ে ৮ নম্বর হ্যাঙ্গার গেটে রাখা হয়েছে।  বলা হয়েছে, আর্মড পুলিশ যেনো কোনো পুলিশ পাঠিয়ে, এগুলো নিয়ে যায়। এ নিয়ে সাধারন ডায়েরির তদন্ত কর্মকর্তা অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিমানবন্দরে কর্মকর্তারা বলছেন, এমন ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তায় যথেষ্ট সমন্বয়হীনতা দেখা দিয়েছে। এমন অবস্থা চলতে থাকলে দেশের বৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা চরম ঝুঁকিতে ফেলবে। আর, বিমানবন্দর আর্মড পুলিশের কর্মকর্তারা বলছেন, তাদের না জানিয়ে যেভাবে এই কাজটি করা হয়েছে, তা রীতিমতো দখলের শামিল।

Loading video