বিপুল ভোটে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খেলাধূলা প্রতিনিধি, শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১০ ১৪৩১ :

১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। আজ অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। সভাপতি পদে নির্বাচন করেছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল ও দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী। আজকের নির্বাচনে মিজানুরকে বিপুল ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ।

Advertisement

রাজধানীর একটি হোটেলে আজ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিয়েছেন মোট ১২৮ জন (১৩৩ জনের মধ্যে) কাউন্সিলর। এর মধ্যে তাবিথ পেয়েছেন মোট ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর পেয়েছেন মাত্র ৫ ভোট। নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন এই ঘোষণা দিয়েছেন।

এর আগে বাফুফের সহসভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন এই সাবেক ফুটবলার ও সংগঠক। গত নির্বাচনেও সহসভাপতি পদে প্রার্থী হয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মহিউদ্দিন মহির কাছে হেরে যান তাবিথ। আগামী ৪ বছর বাফুফের সভাপতি থাকবেন তিনি।

Advertisement

আজ সকাল ১০টায় শুরু হওয়া কংগ্রেস শেষে নির্বাচন শুরু হয় দুপুর ২টায়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ নির্বাহী কমিটির ২১টি পদের মধ্যে ২০টিতে নির্বাচন হয়। তরফদার রুহুল আমিন সরে দাঁড়ালে আগেই সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইমরুল হাসান। সভাপতি পদে ২টি ছাড়াও সহ-সভাপতিতে ৪টি পদের বিনিময়ে নির্বাচন করেন ৬ জন ও ১৫টি সদস্য পদের বিপরীতে নির্বাচন করেন ৩৭ জন।

Advertisement

২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফের সভাপতি হওয়া সালাউদ্দিন টানা পঞ্চমবারের মতো বাফুফে সভাপতি হতে চেয়েছিলেন। কিন্তু সরকারের পটপরিবর্তনের পর তার এই আশা পূরণ হয়নি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।আজ শনিবারই ছিল সালাউদ্দিনের শেষ কর্মদিবস। নির্বাচনের আগে বাফুফে কর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন সালাউদ্দিন।

তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত