ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ || কার্তিক ৬ ১৪৩১ :
ইরানে পাল্টা হামলা চালাতে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দিতে তেহেরানকে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী দেশগুলো। এ বিষয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমাদের সব প্রতিবেশী নিশ্চয়তা দিয়েছে ইরানের ওপর হামলা চালাতে তারা তাদের স্থল ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না। খবর আল আরাবিয়া
গত কয়েকদিন ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর করছে। ইতোমধ্যে তিনি সৌদি আরব, কাতার, ওমান, ইরাক, মিসর, তুরস্ক, বাহরাইন এবং কুয়েত সফর করছেন। বর্তমানে তিনি কুয়েতে অবস্থান করছেন।
Advertisement
আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রও হয়ত প্রস্তুতি নিচ্ছে। তার ধারণা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ঘাঁটি থেকে এই সহায়তা করতে পারে তারা। এজন্য মার্কিন ঘাঁটির ওপর নজর রাখছে তেহেরান।
Advertisement
ইরানের পারমাণবিক স্থাপনায় দখলদার ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়েও কথা বলেছেন আব্বাস। পারমাণবিক স্থাপনা রক্ষায় ইরানের নিজস্ব পদ্ধতি এবং শক্তি রয়েছে বলে জানান তিনি।
Advertisement
গহ ১ অক্টোবর ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল।