এন্টালিতে তরুণী খুনের ঘটনায় বিহার থেকে দু’জনকে পাকড়াও করল কলকাতা পুলিশ (ভিডিও)

SHARE

এন্টালিতে অঞ্জলি কুমারীর খুনের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত। প্রতীকী ছবি।

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক  প্রতিনিধি , শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৯ ১৪৩১   :

এন্টালিতে অঞ্জলি কুমারীকে খুনের অভিযোগে দু’জনকে বিহার থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম প্রেম রায় এবং মুন্না রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তাঁদের বিহারের তর্জনী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এন্টালির একটি পরিত্যক্ত বাড়ি থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার হয় অঞ্জলির দেহ। বিহারের বাসিন্দা অঞ্জলি সোমবারই চিত্তরঞ্জন কুমার নামে এক যুবকের সঙ্গে কলকাতায় আসেন। এই যুবকই পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেন। চিত্তরঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তাঁর বাড়ি বিহারের মোতিহারিতে। অঞ্জলির বাড়ি মধুবনীতে।

Advertisement

বিহার থেকে কলকাতায় এসে কেন খুন হয়ে গেলেন ১৮ বছরের অঞ্জলি? অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করে এন্টালি থানার পুলিশ। একই সঙ্গে তদন্ত শুরু করে লালবাজারের হোমিসাইড শাখা। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, সম্পর্কজনিত জটিলতার ফলে খুন হয়ে থাকতে পারে‌ন অঞ্জলি। পুলিশ সূত্রে খবর, চিত্তরঞ্জনের দাদা মারা গিয়েছিলেন কিছু দিন আগে। এর পর বিধবা বৌদির সঙ্গে বিয়ে ঠিক হয় তাঁর। চিত্তরঞ্জন যখন অঞ্জলিকে নিয়ে কলকাতায় আসেন, তার আগে বা পরে বিহার থেকে চলে এসেছিলেন তাঁর হবু শ্বশুরও। এই ঘটনায় মোট ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। তাঁদেরই দু’জন গ্রেফতার।

Advertisement

বিহার থেকে কলকাতায় এসে কেন খুন হয়ে গেলেন ১৮ বছরের অঞ্জলি? অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করে এন্টালি থানার পুলিশ। একই সঙ্গে তদন্ত শুরু করে লালবাজারের হোমিসাইড শাখা। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, সম্পর্কজনিত জটিলতার ফলে খুন হয়ে থাকতে পারে‌ন অঞ্জলি। পুলিশ সূত্রে খবর, চিত্তরঞ্জনের দাদা মারা গিয়েছিলেন কিছু দিন আগে। এর পর বিধবা বৌদির সঙ্গে বিয়ে ঠিক হয় তাঁর। চিত্তরঞ্জন যখন অঞ্জলিকে নিয়ে কলকাতায় আসেন, তার আগে বা পরে বিহার থেকে চলে এসেছিলেন তাঁর হবু শ্বশুরও। এই ঘটনায় মোট ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। তাঁদেরই দু’জন গ্রেফতার।