ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ :
খোঁজ মিলেছে ‘নিখোঁজ’ হওয়া সিদ্ধেশরী কলেজের ছাত্রী ইয়াশা মৃধা সুকন্যার। কথিত অপহরণকারী আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইসতিয়াক আহমেদ চিশতী মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
Advertisement
বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সুকন্যা বলেন, চিশতির কোনো দোষ নেই। ২২ তারিখ তাকে বলেছিলাম যে আমি কোথাও বেরুতে চাই। সেদিন আমার মা আমাকে সোয়া ১২টায় কলেজে পৌঁছে দেন। আমি ওয়েটিং রুমের সামনে দিয়ে বের হয়ে যাই। সেখানে একজন বন্ধু অপেক্ষা করছিল। বন্ধুকে বললাম চলো আমরা ঘুরি।
আমার মা বলেছিল আমরা নানা জায়গায় গিয়েছি। সেটা আসলে ভুল। প্রথমে আমরা সিদ্ধেশরী থেকে খিলগাঁও যাই। পরে সেখান থেকে বিএফসিতে যাই। বিএফসিতে খাওয়া শেষে আমরা কার্জন হলে যাই। ততোক্ষণে সন্ধ্যা ৬টা বেজে গেছে।
পরে বন্ধু বললো গেন্ডারিয়ায় তার এক বন্ধুর বাসায় যেতে। আমি তাকে বিলিভ করে গেলাম। সেখানে ভালো সময় কাটলো।
Advertisement
পরে সেখান থেকে বের হয়ে রিকসাওয়ালার ফোন থেকে আমার হাজবেন্ডকে ফোন দিলাম। সে বললো মিরপুর বৈশাখি মার্কেটের সামনে আসতে। সেখানে সে আমার হাত ধরে বললো বাসায় চলে যাও। আমি বললাম বাসায় গেলে আমাকে মেরে ফেলবে না হয় আমি আত্মহত্যা করবো। পরে ও ভয় পেয়ে এক বন্ধুকে নিয়ে এসে সেদিনই ইসলামিক রীতিতে বিয়ে হয়।
গত শনিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন নিখোঁজ শিক্ষার্থী সুকন্যার মা নাজমা ইসলাম লাকী। তিনি জানান, ২৩ জুন থেকে নিখোঁজ এই কলেজ ছাত্রীকে হন্যে হয়ে খুঁজছে পরিবার।
Advertisement
সংবাদ সম্মেলনে সুকন্যার মা বলেন, ‘কারো বিরুদ্ধে আমার অভিযোগ নাই। কারো ওপর ক্ষোভ নাই। এক মাস ২৭ দিন ধরে আমার মেয়ে নিখোঁজ। আমার একটাই চাওয়া, আমার মেয়েকে জীবিত ফেরত চাই।’