ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১জন।
মঙ্গলবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহত নয়জনের মধ্যে সাতজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাগর (২৮), হালুয়াঘাট উপজেলার বাউশি গ্রামের শাহাদাত হোসেন (২৫), ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের মোবারক হোসেন (৩০) ও তার স্ত্রী মিরানা (২৫), একই গ্রামের আজিজুল হক (১৭), খোকন মিয়া (৩২) ও তার স্ত্রী শামসুন্নাহার (২৮)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, ময়মনসিংহের বেলতলী এলাকায় পিকআপ ভ্যান খাদে পড়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।
আহতের অবস্থাও আশঙ্কাজনবক বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাসির উদ্দিন।