মমতার অনুরুধ ‘অন্তত এক কাপ চা খেয়ে যাও’ (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,আন্তর্জাতিক প্রতিনিধি , রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

আরজি কর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে কালীঘাটে নিজের বাড়িতে অপেক্ষো করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই ভিডিও রেকর্ডিংয়ের ইস্যু ধরে বাড়ির বাইরেই গো ধরে অপেক্ষা করেছেন চিকিৎসকরা। শেষ পর্যন্ত মমতা বাড়ি থেকে বের হয়ে চিকিৎসকদের বলেছেন, ‘‘বৈঠক না করো অন্তত এক কাপ চা খেয়ে যাও। ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে।’

Advertisement

শনিবার সন্ধ্যা ৬টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকদের আমন্ত্রণ জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট নাগাদ কালীঘাটে আসেন চিকিৎসকরা। সন্ধ্যা ৭ টা ১০ মিনিট থেকে বৈঠক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসকরা বৈঠকের পুরো ভিডিও এবং তা সম্প্রচারের দাবি তোলেন। বিষয়টি নিয়ে দফায়-দফায় রাজ্য সরকার এবং চিকিৎসকদের মধ্যে আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি। মুখ্যসচিব মনোজ পন্ত জানান, এটা মুখ্যমন্ত্রীর বাসভবন হওয়ায় লাইভস্ট্রিমিং করা সম্ভব নয়।

Advertisement

বাড়ি থেকে বেরিয়ে এসে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ‘হাতজোড়’ করে চিকিৎসকদের বৃষ্টিতে না ভেজার অনুরোধ করেন। তিনি জানান যে চিকিৎসকদের জন্য তো ছাতার বন্দোবস্ত করা হয়েছে। রয়েছে বসার জায়গা।

মমতা বলেন, ‘তোমরা ভিজবে না। এটা অনুরোধ রইল। তোমাদের জন্য জায়গা আছে তো। বৈঠক না করলে অন্তত এক কাপ চা খেয়ে যাও তোমরা। ভিজ না তোমরা। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে। একটা মানুষের বাড়িতে কি ৪০ জনের জায়গা হয়! তা-ও আমি ব্যবস্থা করেছি।’

Advertisement

তিনি বলেন, ‘যদি না-ই আসো তা হলে চিঠি দিলে কেন? আমাকে অসম্মান করছ। এর আগেও আমি তিন দিন অপেক্ষা করে বসে থেকেছি। রাজনীতি ভুলে যাও। মানুষের স্বার্থে এসো, কথা বলো।’

সূত্র: আনন্দবাজার