বাগদাদ বিস্ফোরণে নিহতের সংখ্যা ২শ’ ছাড়িয়ে গেলো

SHARE

aaaaa20160703220101ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের দু’টি বাণিজ্যিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ২শ’ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পৃথক এ হামলার ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শতাধিকেরও বেশি লোকজন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (০৪ জুলাই) দেশটির পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

এর আগে রোববার (০৩ জুলাই) এসব হামলার ঘটনা ঘটে। হামলার সময় ওইসব এলাকায় অবস্থিত বাজারে কেনাকাটায় ব্যস্ত ছিল আক্রান্তরা।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

এদিকে পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ইরাকের জনগণ। নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে দেশটির ক্ষমতাসীন দলের বিরুদ্ধেও।

হামলার কিছুক্ষণ পরপরই দায় স্বীকার করে বিবৃতি দেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।