জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজাকে বগুড়ার ডিসি করা হয়েছে। ফাইল ছবি
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,বগুড়া প্রতিনিধি, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ :
প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) পেল বগুড়া। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
Advertisement
সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
হোসনা আফরোজার জন্ম জামালপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ২৪ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন হোসনা আফরোজা। তার প্রথম কর্মস্থল ছিল দিনাজপুর।
Advertisement
হোসনা আফরোজা ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে। এরপর তিনি দুটি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত ২০ আগস্ট বগুড়ার ডিসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে অন্যত্র বদলি করা হয়।
Advertisement
এদিকে একইদিন আরও ২৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো: ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।