সাইবেরিয়ার জঙ্গলে আগুন নেভাতে গিয়ে ১০ আরোহীসহ নিখোঁজ হওয়া রুশ বিমান বাহিনীর প্লেনটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ছয় আরোহী নিহত হয়েছেন।
রোববার (০৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেলে রুশ নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
এর আগে শুক্রবার (০১ জুলাই) ‘আইএল-৭৬’ নামে প্লেনটি সাইবেরিয়ার জঙ্গলে আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন পর রোববার (০৩ জুলাই) প্লেনটি বিধ্বস্ত হওয়ার খবর জানায় সংবাদমাধ্যমগুলো।
রাশিয়ার বিমান বাহিনীর ওই প্লেনটি ‘ওয়াটার বোম্বার’ নামে পরিচত ছিলো। এটি একসঙ্গে ৪২ টন পানি বহন করতে পারতো। দুর্গম সাইবেরিয়ার শহর ইরকুতস্ক থেকে অদূরে ভূ-পৃষ্ঠ থেকে ৯ হাজার ৯০০ ফুট ওপর থেকে আগুন নেভাতে পানি ফেলার সময় প্লেনটি নিখোঁজ হয়েছিলো।