গুলশানে নিহতদের প্রতি রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা

SHARE

rashtropo-tiঢাকা: রাজধানীর গুলশানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় তার এক প্রতিনিধি এ শ্রদ্ধা জানান।

সোমবার (০৪ জুলাই) সকাল ৯টা ৪৫ মিনিটে আর্মি স্টেডিয়ামে এই শ্রদ্ধা জানানো হয়।

গত ০১ জুলাই (শুক্রবার) রাত ৯টার দিকে ঢাকার গুলশান কূটনৈতিক এলাকার ‘হলি আর্টিজেন’ রেস্টুরেন্টে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। হামলার পরপরই ঘটনাস্থলে যান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন ও পুলিশের সহকারী পরিদর্শক (এসি) রবিউল ইসলাম। পরে ওই সন্ত্রাসীদের হামলায় এ দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হন। হামলা ও জিম্মির ১০ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর কমান্ডো অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।