ঢাকা: শোকের আবহে আর্মি স্টেডিয়াম। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গুলশানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সোমবার (০৪ জুলাই) সকাল ১০টা ৫ মিনিটে আর্মি স্টেডিয়ামে এই শ্রদ্ধা জানান তিনি। এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
প্রধানমন্ত্রী তার শ্রদ্ধা জানানোর পর নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের স্বজন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টিফেন ব্লুম বার্নিকাট, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা ও জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এ সময় উপস্থিত ছিলেন।
কালো ব্যাজ ধারণ করে অত্যন্ত শোকার্ত পরিবেশে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।