(সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি আটক)
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,সাভার আশুলিয়া প্রতিনিধি ,মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ ভাদ্র ১৪৩১ :
ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় বিক্ষোভকারীদের হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনার সন্দেহভাজন ‘কারিগর’ ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে বিমানবন্দরে আটক করেছে ডিবি পুলিশ।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলছে, সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে তাকে ডিবি পুলিশ আটক করেছে। আব্দুল্লাহিল কাফি ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ছিলেন।
Advertisement
প্রসঙ্গত, সম্প্রতি ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়। পরে তথ্যযাচাইয়ে দেখা যায়, এটি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার ঘটনা। এই ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফির বিরুদ্ধে।