হাজিদের নিরাপত্তায় সৌদি আরবের ‘ই-ব্রেসলেট’

SHARE

Bracelet20160701151049ঢাকা: হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছর থেকেই সৌদি আরবে চালু করা হচ্ছে ইলেকট্রনিক ব্রেসলেট (ই-ব্রেসলেট)। এর মাধ্যমে হাজিদের অবস্থান ও তাৎক্ষণিক পরিস্থিতি জানতে পারবে কর্তৃপক্ষ।

সৌদি প্রেস এজেন্সি’র বরাত দিয়ে শুক্রবার (০১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

বিশেষ ওই ই-ব্রেসলেটে হাজিদের ব্যক্তিগত ও স্বাস্থ্য বিষয়ক তথ্য থাকবে। যা তাদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি সেবা পাওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা দেবে। সেই সঙ্গে হাজিদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হবে এই ই-ব্রেসলেটের মাধ্যমে।

প্রতি বছর মক্কা ও মদীনার পবিত্র ভূমিতে হজ পালন করতে যান সারা বিশ্বের লাখ লাখ মুসলমান। তবে মাঝে মধ্যেই ঘটে অনাকাঙিক্ষত ঘটনা। এতে হাজিদের প্রাণহানিও হয়। অনাকাঙ্ক্ষিতভাবে যেন হাজিদের আর প্রাণ দিতে না হয় সে লক্ষ্যেই এই ই-ব্রেসলেটের ব্যবস্থা।

গত বছর হজ পালনের সময় মক্কার মিনাতে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৭৬৯ জন হাজি। এ বছর এই ই-ব্রেসলেট পদ্ধতি চালু হলে এ ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে বলে মনে করছেন সৌদি কর্তৃপক্ষ।