হাছান মাহমুদের ভাইয়ের দখল থেকে ৫৫ একর বনভূমি উদ্ধার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রতিনিধি ,মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১ :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা চট্টগ্রাম বন দক্ষিণ বিভাগের ৫৫ একর ভূমি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন বিভাগের আভিযানিক দল গয়ালের খামার, রেস্টুরেন্ট এবং অন্যান্য বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার করে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, খুরুশিয়া রেঞ্জের আওতাধীন সুখবিলাস গ্রামের পাহাড়ি এলাকায় ৫০ একর বনভূমি অবৈধভাবে দখলে নিয়ে ছয়টি গরু ও গয়ালের ঘর নির্মাণ করা হয়েছিল। তিনটি পুকুর খনন করে মাছ চাষও করে আসছিলেন এরশাদ মাহমুদ। এর বাইরে বান্দরবান সড়কের পাশে দশমাইল এলাকায় বন বিভাগের মালিকানাধীন আরও পাঁচ একর জায়গা দখলে নিয়ে রেস্টুরেন্ট ও পুকুর করা হয়েছিল।

Advertisement

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নির্দেশে এবং সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে খুরুশিয়া রেঞ্জ, রাঙ্গুনিয়া রেঞ্জ ও শহর রেঞ্জ চট্টগ্রামের কর্মীরা অংশগ্রহণ করেন।

বন বিভাগের জায়গায় গড়ে তোলা হয় পার্ক–রেস্তোরাঁ
বন বিভাগের জায়গায় গড়ে তোলা হয় পার্ক–রেস্তোরাঁছবি: বন বিভাগ

বন বিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, ছয় ঘণ্টার উচ্ছেদ অভিযানে গরু ও গয়াল রাখার ছয়টি ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সব পুকুরের পাড় কেটে পানি বের করে দেওয়া হয়েছে। বান্দরবান সড়কের পাশে গড়ে তোলা রেস্টুরেন্টের সব অবৈধ স্থাপনাও অভিযানে উচ্ছেদ করা হয়েছে।

Advertisement

উচ্ছেদ করে দখলমুক্ত হওয়া এসব জায়গায় বনায়ন করা হবে। এরশাদ মাহমুদের দখলে থাকা বন বিভাগের সব জায়গায় পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান বন বিভাগের কর্মকর্তা আশরাফুল ইসলাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা বন বিভাগের মালিকানাধীন ৫৫ একর জায়গা উদ্ধার করা হয়েছে। আজ দুপুরেছবি: বন বিভাগ থেকে পাওয়া।