ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) , ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪, ৮ ভাদ্র ১৪৩১ :
বাংলাদেশি সুন্দরী মেয়েদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রথমে বন্ধুত্ব গড়ে তুলে।
Advertisement
এরপর বন্ধুর নামে বিদেশ থেকে মূল্যবান উপহার সামগ্রী এসেছে বলে মোবাইলে ম্যাসেজ পাঠায়। মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে কাস্টমস থেকে পার্সেল ছাড়িয়ে নিতে বলে। টাকা পাঠানোর পরেই মোবাইল ফোন বন্ধ করে দেয়া হয়। এভাবেই প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি। গ্রেপ্তার সাত বিদেশি ও তাদের দুই সহযোগীসহ মোট নয় জনর্ যাবের হাতে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এমন তথ্য।
Advertisement
বুধবার রাজধানীর কারওয়ান বাজারর্ যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের্ যাব-৪ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোজাম্মেল হক এসব তথ্য জানান। তিনি বলেন, বিদেশি ও তাদের এ দেশীয় সহযোগীদের মাধ্যমে বহু দিন ধরেই এমন প্রতারণার ঘটনা ঘটছিল। সেই তথ্যের সূত্রধরেই মঙ্গলবার রাত দেড়টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্তর্ যাব-৪ ওর্ যাব-৮ এর যৌথ দল রাজধানীর পলস্নবী, রূপনগর ও দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালায়।
গ্রেপ্তাররা হলেন- নাইজেরিয়ার নাগরিক অডিজে অভিন্না রুবেন (৪২), ইফোনাইন্যা ভিভিয়ান নাওকি (৩১), সানডে সেডেরাক ইজিম (৩২), চিনেডো মোসেস নাজি (৩৬), কোলিমস ইফেসিনাচি তালিকে (৩০), চিদিম্মা ইবেলে অ্যালোফোর (২৬), দক্ষিণ আফ্রিকার নাগরিক টমবিখোনা গেবোজা (৩৬) ও এদের সহযোগী বাংলাদেশি নাগরিক নাহিদুল ইসলাম (৩০) এবং সোনিয়া আক্তার (৩৩)। তাদের কাছে ৮টি পাসেপোর্ট, ৩১টি মোবাইল, ৩টি ল্যাপটপ, ১টি চেক বই, ৩টি পেনড্রাইভ ও প্রায় এক লাখ টাকা জব্দ হয়।