ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), বিশেষ প্রতিনিধি,সোমবার, ১৯ আগস্ট ২০২৪, ৪ ভাদ্র ১৪৩১ :
মেয়র আতিকুল ইসলাম প্রবেশ করেছেন এমন খবরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের সামনে রোববার সন্ধ্যায় অবস্থান নেয় সংক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। তবে রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়রের কোনো সন্ধান মেলেনি।
Advertisement
সূত্র জানায়, রোববার সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রবেশ করেছেন মেয়র আতিকুল ইসলাম। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন নগরভবনের সামনে এসে অবস্থান নেন। খবর দেওয়া হয় পুলিশ ও সেনাবাহিনীকে। তবে পুলিশ ও সেনাবাহিনী নগরভবনে যায়।
ডিএমপির গুলশান বিভাগের ডিসি রিয়াদুল হক যুগান্তরকে জানান, সন্ধ্যায় মেয়র আতিক মাস্ক পরে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে ঢুকেছেন এমনটা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ভবনটি ঘেরাও করে পুলিশকে খবর দেয়।
Advertisement
আমরা সেখানে যাই। সেনাবাহিনীও ঘটনাস্থলে আসে। তবে নগরভবন তল্লাশি করে মেয়র আতিককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন যুগান্তরকে বলেন, শুনেছি মেয়র মহোদয় তার অফিসে ঢুকেছেন। তবে আমার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।
Advertisement
এদিকে রাত ১১টার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের সামনে থেকে সংক্ষুব্ধ জনতা সরে গেছে। তবে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন অবস্থান করতে দেখা গেছে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মেয়র আতিকুল ইসলামও লাপাত্তা ছিলেন। তার কোনো হদিস মিলছিল না।