কুমিল্লা হোমনায় টর্চারিং সেলের সন্ধান (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), মাজহারুল ইসলাম (ক্রাইম রিপোর্টার), রোববার, ১৮ আগস্ট ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১ : 

মাজহারুল ইসলাম (ক্রাইম রিপোর্টার) কুমিল্লা জেলার হোমনা উপজেলা ০৪ নং চান্দের চরের রামকৃষ্ণপুরে এই সেলের সন্ধান মিলেছে৷ এই নিয়ে আজ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠকে তাদেরকে গ্রাম্য সালিশের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা করা হয়েছে৷ জানা যায় চলতি মাসের গত ১৫আগস্ট পদুয়া রামপুরের রিয়াজুল মিয়ার ছেলে রাকিবুল ইসলাম বাড়িতে যাওয়ার সময় রাত আনুমানিক দশটার দিকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা মেইন রাস্তা থেকে অপহরণের মাধ্যমে জিম্মি করে তাদের টর্চারিং সেলের ভিতরে নিয়ে যাওয়া হয়৷

Advertisement

তারপর রাকিবের কাছ থেকে নগদ ৫০,০০০ টাকা, পরিহিত স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন কেরে নেয়৷ পারে তার পরিবারের নিকট আরও পঞ্চাশ হাজার টাকা দাবি করে বিদ্যুতের মাধ্যমে একটু পরপর শক দেয় এবং শক্ত লাঠি দিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়৷ জিম্মিকারীরা টাকা না পেয়ে সকালে তাকে ছেড়ে দেয়৷ এসব অভিযুক্তদের বিরুদ্ধে আজ বিকাল তিনটায় কয়েকটি গ্রামের লোকজন বিচার করা হয়েছে৷

Advertisement

অভিযুক্তদের তিন জনের বিরুদ্ধে ছিনিয়ে নেওয়া সবকিছু ফেরত দেওয়া, জুতাপেটা করা ছাড়াও তাদের প্রত্যেককে গ্রামছাড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ অভিযুক্তরা হলেন কসাই সুরুজ মিঞার ছেলে সুমন, হামদু মিয়ার নাতি হৃদয় ও মুজিব ডাকাতের মেয়ে রাহিমা৷ অভিযুক্তদের সবাইকে খুঁজে পাওয়া যায়নি৷ বিভিন্ন মাধ্যমে জানা যায় অভিযুক্তরা চুরি, ডাকাতি, মাদক ব্যবসাসহ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলছে৷ মাসতিনেক আগে ইয়াছিন নামে

Advertisement