ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), আন্তর্জাতিক ডেস্ক প্রতিনিধি,শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪, ১ ভাদ্র ১৪৩১ :
ফের জাপানে কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক মার্কিন সেনাসদস্যের বিরুদ্ধে। জাপানের ওকিনাওয়া দ্বীপে এই ঘটনা ঘটেছে।
Advertisement
বুধবার ( ২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।
প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটেছে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর। কিন্তু মঙ্গলবার (২৫ জুন) জাপানের কিয়োডো নিউজ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
এতে জানানো হয়, অভিযুক্ত ইউএস এয়ার ফোর্সের সদস্য ব্রেনন ওয়াশিংটনের (২৫) বিরুদ্ধে ২৭ মার্চ অভিযোগ দায়ের করে নাহা ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর অফিস।
Advertisement
অভিযোগ অনুযায়ী, ইউএস এয়ার ফোর্সের সদস্য ২৪ ডিসেম্বর ইয়োমিটানের একটি পার্কে মেয়েটিকে তার সঙ্গে কথা বলার জন্য গাড়িতে আমন্ত্রণ জানায়। পরে গাড়িতে মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করে ওয়াশিংটন। এক পর্যায়ে নিজের আবাসিক ভবনে নিয়ে আসেন ওই কিশোরীকে। মেয়েটির বয়স ১৬ বছরের কম জানার পরও যৌন নির্যাতন করেন ওই অভিযুক্ত।
ঘটনার দিন ওই তরুণীর পরিবার পুলিশকে ঘটনাটি জানান। প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্তের পর পুলিশ সন্দেহভাজনের বিষয়ে ১১ মার্চ প্রসিকিউটরদের কাছে কাগজপত্র পাঠায়।
মামলার প্রথম শুনানি ১২ জুলাই নাহা জেলা আদালতে ধার্য করা হয়েছে। আসামি অভিযোগ স্বীকার করেছেন কিনা তা প্রকাশ করেননি নাহা প্রসিকিউটররা।
Advertisement
কিয়োডো নিউজ মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, সামরিক কর্মীদের জড়িত এই সর্বশেষ ঘটনাটি জাপানে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে স্থানীয় বিরোধিতাকে আরও উসকে দিতে পারে।
এর আগেও ১৯৯৫ সালে ১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতন করেছিল তিন মার্কিন সেনা। সে সময় ঘটনাটি ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। ওকিনাওয়া দ্বীপটিতে সবচেয়ে বড় মার্কিন সেনা ঘাঁটি অবস্থিত।