ঢাকা: রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজকে চারটি বাস উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে গণভবনে শিক্ষা প্রতিষ্ঠান দু’টির অধ্যক্ষ ও চেয়ারম্যানের হাতে অনুদানে পাওয়া এ গাড়ি ৪টির চাবি হস্তান্তর করেন তিনি।
এর আগে, নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে এর চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ প্রধানমন্ত্রীর হাতে অনুদান হিসেবে চারটি গাড়ির চাবি তুলে দেন।
প্রধানমন্ত্রী তার শিক্ষা জীবনের কথা স্মরণ করে বলেন, স্কুলের সময়টা সবচেয়ে বেশি সুন্দর।
প্রধানমন্ত্রী শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় (প্রাক্তন নারী শিক্ষা মন্দির) ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন।
এ দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের স্মৃতিচারণ করেন শেখ হাসিনা।
এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।