ডিবি: হারুনকে বদলী, গুরুত্বপূর্ণ দায়িত্বে বিপ্লব (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা  প্রতিনিধি, বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪, ১৭ শ্রাবণ ১৪৩১ : অবশেষে ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হারুন অর রশীদকে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে বিপ্লব কুমার সরকারকে ডিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব পদায়ন করা হয়।

হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে।

Advertisement

একই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে ডিএমপির আদেশে বলা হয়েছে, ডিএমপি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগে পদায়ন করা হয়েছে।

Advertisement

একইসাথে ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তরে বদলি করা হয়েছে। সেইসাথে যুগ্ম কমিশনার গোয়েন্দা উত্তর, খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার (অপারেশন)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।