রিমান্ড শেষে কারাগারে ডাকসুর সাবেক ভিপি নুর (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১নুরকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম শাকিল আহমেদ এ আদেশ দেন।

Advertisement

গত ১৮ জুলাই ঢাকার সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ডাকসুর সাবেক সহ-সভাপতি নুরুল হক নুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ মিয়া নুরকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম শাকিল আহমেদ এ আদেশ দেন।

Advertisement

ফরোয়ার্ডিং প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, রিমান্ডে নুর ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদনও করেন ডিবির পরিদর্শক।

তবে, আসামিপক্ষের আইনজীবী এই ঘটনার সঙ্গে তার মক্কেল জড়িত নয় বলে তার পক্ষে জামিন আবেদন জমা দেন।

উভয়পক্ষের শুনানি নিয়ে ম্যাজিস্ট্রেট আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে নুরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।

পুলিশ গ্রেপ্তার করার পর গত ২১ জুলাই ঢাকার আরেকটি আদালত নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

গতকাল একই মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী কে এম রেজাউল হাসানাত ডেভিডকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঢাকার আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৮ জুলাই প্রায় ২৫০-৩০০ অজ্ঞাত ব্যক্তি সেতু ভবনে হামলা চালায়, অনেক যানবাহন ভাঙচুর করে এবং বিভিন্ন শেড ও কক্ষেও ভাঙচুর চালায়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা।

নুরুল হক নূর। ছবি: সংগৃহীত