আইন মেনেই বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে: ডিএমপি কমিশনার

SHARE

dmp-comissionarঢাকা: আইন মেনেই পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রোববার (২৬ জুন) রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের মাঠে গরিবদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘স্ত্রী হত্যার ঘটনায় সিএমপি’র (চট্টগ্রাম মহানগর পুলিশ) একটি থানায় মামলা হয়েছে। মামলার বাদী তিনি (বাবুল আক্তার)। এ ঘটনায় কয়েকজন আসামিকে গ্রেফতার ও ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।’

‘সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যে বাবুলকে নিয়ে আসা হয়েছিলো। আইন মেনেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে,’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তিনি।

এর আগে শুক্রবার (২৪ জুন) রাতে রাজধানীর বনশ্রী এলাকায় শ্বশুরের বাসা থেকে এসপি বাবুল আক্তারকে নিয়ে যাওয়া হয়।

পরদিন শনিবার (২৫ জুন) দুপুরে বাসায় পৌঁছে দেওয়‍া হয় তাকে।

গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে বাসার সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু।

ডিএমপির ওয়ারী বিভাগের উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-কমিশনার (ডিসি) সৈয়দ ন‍ূরুল ইসলাম।