কোটা সংস্কার আন্দোলন: বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১৪ জুলাই ২০২৪, ৩০ আষাঢ় ১৪৩১ : সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাসের এক দফা দাবিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। এদিন একইসঙ্গে আন্দোলনে সম্পৃক্ত থাকা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জেলায় জেলায় গণপদযাত্রা কর্মসূচি শুরু করেছে।

Advertisement

এর মধ্যে রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ-মৎস্যভবন-প্রেসক্লাব হয়ে বঙ্গভবনের উদ্দেশে পদযাত্রা করছেন। বঙ্গভবনে পৌঁছে তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। এ ছাড়া রাজধানীর বাইরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসক কার্যালয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেবেন।

Advertisement

আন্দোলনরত শিক্ষার্থীদের এক দফা দাবি হলো- সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫ শতাংশ) এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করা।

কোটা সংস্কার আন্দোলন: বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু। ছবি : চ্যানেল 24