https://www.youtube.com/live/3paHjRsI6rw?si=kLBSeHL_oTF6Ph1q
পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ছাত্র জোটের মিছিলে পুলিশী বাধা এ হাতাহাতির অভিযোগ করেছে বিক্ষোভকারীরা। ভারতের রাজনৈতিক আগ…
Advertisement
স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ছাত্র জোটের মিছিলে পুলিশী বাধা এ হাতাহাতির অভিযোগ করেছে বিক্ষোভকারীরা। ভারতের রাজনৈতিক আগ্রাসন রুখতে এবং বাংলাদেশের রেলপথে ভারতকে করিডর প্রদানসহ দেশবিরোধী সকল অসম চুক্তি বাতিলের দাবিতে আজ ( ৯ জুলাই ২০২৪ ) মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ মিছিল যাত্রা শুরু করে।
Advertisement
বিক্ষোভ মিছিলটি টিএসসি-দোয়েল চত্বর হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার পথে শিক্ষা অধিকার চত্বরের সামনে থেকে দফায় দফায় পুলিশি বাধার সম্মুখীন হয়। শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিসহ আরও আরো অন্যান্য কর্মসূচি নির্বিঘ্নে হলেও গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিটি ভারতবিরোধী হওয়ায় পুলিশ বাধা দেওয়া ও হামলা করার জন্য ব্যাপক তৎপর ছিল।
Advertisement
বাধা দেওয়ার পাশাপাশি মিছিলে নেতা-কর্মীদের সাথে পুলিশ হাতাহাতি করে এবং উস্কানি দিতে থাকে। নারী কর্মীদের সাথেও পুলিশ ধাক্কাধাক্কি করে। মিছিলটি ক্রমাগত পুলিশি বাধা ও ব্যারিকেড অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমবেত হয়। পুলিশ হামলার প্রস্তুতি নিয়ে হুমকি দিলেও সেটা উপেক্ষা করে গণতান্ত্রিক ছাত্র জোটের সহ-সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশানের সঞ্চালনায় এবং জোটের সম্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।