ঢাকা: আগামী ২০ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা।
শুক্রবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
সংগঠনের সমন্বয়ক নাইমুল ইসলাম জুয়েল বলেন, গার্মেন্টস কর্মীদের ন্যায্য দাবি পেতেও রাস্তায় নামতে হয়। এর চেয়ে লজ্জার কী হতে পারে। অথচ আমাদের পরিশ্রমেই গার্মেন্টস মালিকরা কোটি কোটি টাকা আয় করছেন।
কিছু মালিক আছেন যাদের হিতাহিত জ্ঞান নেই। বিবেক থাকলে তৃণমূল কর্মীদের বেতন, বোনাস নিয়ে টালবাহানা করতেন না।
যুগ্ম সম্পাদক কামরুল আহসান বলেন, এখনো লাখ লাখ শ্রমিকের বেতন ও বোনাস বকেয়া রয়েছে। কোনোদিন তো শোনা যায় না গার্মেন্টস কর্মীরা কাজে ফাঁকি দিয়েছে। তাহলে কেন আমাদের পারিশ্রমিক দিতে বিলম্ব করা হয়?
এসময় ২০ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার উচ্চারণ করে নেতারা বলেন, আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য করবেন না। এটি আমাদের ন্যায্য দাবি, ভিক্ষা বা অনুদান নয়।