মাঝখানে বাড়ি রেখে ছয় লেনের সড়ক! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ : মাঝখানে ব্যক্তিমালিকানাধীন বাড়ি রেখে ছয় লেনের সড়ক নির্মাণ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীর আগারগাঁও থেকে শিশুমেলা সৈয়দ মাহবুব মোর্শেদ সড়কে এমন ঘটনা ঘটেছে। এর আগে চীনসহ বিশ্বের বিভিন্ন স্থানে এমন ঘটনা দেখা গেলেও দেশে এটিই প্রথম।

Advertisement 

১৫০ ফুট প্রস্থের ছয় লেনের রাস্তার উত্তর পাশে মাঝামাঝি স্থানে পড়েছে বাড়িটি। ৬ শতাংশ জমির ওপর নির্মিত একতলা ভবনটির মালিক নূরজাহান বেগম। তিনি ১৯৬৪ সালে জমিটি কিনেছিলেন। সড়ক নির্মাণের সময় বাড়ি ছাড়তে বললেও তিনি রাজি হননি।

বাড়ির দেয়ালে রিট এবং আদালতের দেওয়া রায়ের নোটিস টানানো আছে। এর মধ্যে বাড়ির চারপাশে রাস্তার কাজ শেষ হয়েছে। সড়ক দিয়ে যানবাহনও চলাচল করছে। তবে মাঝখানে বাড়ি থাকায় সড়ক ও ফুটপাথের জায়গা সংকুচিত হয়েছে। এ সড়কের পাশে রয়েছে সরকারি হাসপাতাল, অফিস, জাদুঘরসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইনি জটিলতায় বাড়ির জায়গাটি অধিগ্রহণ করা যায়নি। বাধ্য হয়ে সড়কের মাঝখানে বাড়ি রেখে সড়ক নির্মাণ করতে হয়েছে। তবে অধিগ্রহণ প্রক্রিয়া চলমান আছে। যদি কোনো কারণে অধিগ্রহণ সম্ভব না হয় তবে সড়কের মাঝে বাড়িটি থেকে যাবে।

Advertisement 

বাড়ির মালিকের ছেলে রহমত উল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অধিগ্রহণের ব্যাপারে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। কোর্ট থেকে ৬ শতাংশ জমি বুঝিয়ে দিয়েছে। এই জমি ছাড়া ঢাকায় আমাদের কোনো জমি নেই। তাই চাচ্ছি না জমিটি বিক্রি করে দিতে।’

তিনি আরও বলেন, ‘জমি অবৈধ বলে মামলা হয়েছিল। আমরা সে মামলা থেকে আমাদের পক্ষে রায় পেয়েছি এবং আদালত আমাদের জমি বুঝিয়ে দিয়েছেন। হাইকোর্টের রিটের স্থিতাবস্থা উঠে গেলে এখানে ভবন তৈরির কাজ শুরু করব।’ সরকার জমিটি অধিগ্রহণ করতে চাইলে রাজি হবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাস্তাটি নির্মাণ ও আধুনিকায়ন কাজ বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী ফারুক হাসান মো. আল মাসুদ বলেন, ‘সিটি করপোরেশন এ নিয়ে কোনো মামলা করেনি। যতটুকু জানি, গণপূর্ত ও জমির মালিকের মধ্যে মামলা হয়েছে। মামলার রায় জমির মালিকের পক্ষেই গিয়েছে। তবে জমিটি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। অধিগ্রহণ করা গেলে বাড়িটি ভেঙে দেওয়া হবে।’

Advertisement 

প্রসঙ্গত, ২০০৩ সালে চীনের এমন একটি ঘটনা সারা বিশ্বে ভাইরাল হয়েছিল। দেশটির সাংহাই অঞ্চলে হাইওয়ে সড়ক তৈরির কাজের জন্য সব মালিক জমি দিয়ে দিলেও তার মধ্যে একজন বেঁকে বসেন। তিনি ক্ষতিপূরণের বিনিময়েও বাড়িটি ছাড়তে রাজি হননি। ফলে সরকার বাধ্য হয়ে চার লেনের রাস্তাটির মাঝে বাড়িটি রেখে সড়কের নির্মাণকাজ করে।

মাঝখানে বাড়ি রেখে ছয় লেনের সড়ক নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। রাজধানীর আগারগাঁও থেকে শিশুমেলা সৈয়দ মাহবুব মোর্শেদ সড়কে এমনটা করা হয়েছে। প্রশস্ত সড়ক এক জায়গায় এসে গলির রাস্তার মতো সরু হয়ে গেছে। প্রবা ফটো