ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১ : ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
মঙ্গলবার (২৫ জুন) সকালে চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন।
Advertisement
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে।
Advertisement
এরপর গত ১৮ এপ্রিল ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় নায়িকা পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে ২৫ জুন হাজির হতে সমন জারি করেন আদালত।
Advertisement
২০২২ সালের ৬ জুলাই সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় বাদী নাসির উদ্দিন উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে মদ পান করেন ও এক পর্যায়ে ব্যবসায়ী নাসিরের সঙ্গে বাগ্বিতন্ডায় জড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন।
২০২১ সালের জুনে সাভারের বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে ঝামেলায় জড়ান পরীমণি। সেই সময় দায়ের হওয়া মামলায় মঙ্গলবার আদালতে হাজির হন পরী। ছবি: সময় সংবাদ