‘মাদক কারবারি’র বাড়ি খুঁড়ে মিললো মানুষের কঙ্কাল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),সাভার প্রতিনিধি,বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১ : সাভারে এক ‘মাদক কারবারি’র বাড়িতে মাটি খুঁড়ে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারনা, এই কঙ্কালটি ১৪ মাস আগে নিখোঁজ হওয়া সাভারের তোফাজ্জল হোসেন ওরফে টোনোর মরদেহের। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার বিকেলে সাভার সিটিলেন এলাকার এক বাড়ি থেকে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। এর আগে সোমবার দুপুর থেকে চলা অভিযান রাতে স্থগিতের পর মঙ্গলবার দুপুর থেকে আবারও শুরু করে ডিবি।

গ্রেপ্তার ব্যক্তির নাম স্বপন। পুলিশের দাবি, তিনি মাদক কারবারি।

ঢাকা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, কয়েকদিন আগে একটি হত্যাকাণ্ডের তদন্ত করতে স্বপনের সহযোগী সাইফুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে বিরুলিয়ার বাড়ির পাশ থেকে গৃহবধূ সীমা বেগমের মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ শেষে স্বপনকে গ্রেপ্তার করে তার সাভারের বাড়ির নিচতলার মেঝের নিচে পুঁতে রাখা মরদেহের তথ্য পায় পুলিশ। সেই লাশের সন্ধানে সোমবার থেকে উদ্ধার অভিযান চালিয়ের মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

বিপ্লব বলেন, ধারনা করা হচ্ছে ১৪ মাস আগে নিখোঁজ হওয়া সাভারের তোফাজ্জল হোসেন ওরফে টোনোর মরদেহের কঙ্কাল এটি।

Advertisement

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সীমা হত্যা মামলায় গ্রেপ্তার সাইফুল আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিলে তার দেওয়া তথ্য এই অভিযান করা হয়।