এমপি আনার হত্যায় অভিযুক্ত সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঝিনাইদহ প্রতিনিধি  ,শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম (আনার) খুনের ঘটনায় হওয়া মামলার আরও এক আসামিকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা সিআইডি।

Advertisement

ভারতে চিকিৎসা করাতে যাওয়া ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের বিচার চাই । 

কুমিল্লা মেঘনা উপজেলার চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান আজ শুক্রবার (৭ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

Advertisement

তিনি বলেন, কলকাতা সিআইডি এ হত্যা মামলার তদন্ত করছে। তাদের কাছে দুজন আসামি আছে। একজনকে তারা নেপাল থেকে নিয়েছে। আরেকজনকে আগেই গ্রেপ্তার করেছে।

Advertisement

 

নেপাল থেকে কলকাতা সিআইডি কোন আসামিকে গ্রেপ্তার করেছে, তার নাম উল্লেখ করেননি ডিএমপি কমিশনার। তবে দেশের গোয়েন্দা সূত্র বলছে, নেপাল থেকে গ্রেপ্তার হওয়া আসামির নাম সিয়াম।

 

আনার হত্যার বিচার কোন দেশে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে ঘটনা সংঘটিত হয়, সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রুল। কিন্তু আমাদের বাংলাদেশের আইনেও বলা আছে- বিদেশে যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি…।

Advertisement

আমরাও তদন্ত করছি, তারাও (কলকাতা সিআইডি)  তদন্ত করছে। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিই, যেকোনো জায়গায় বিচারটি হতে পারে।

Advertisement

সংসদ সদস্য আনার হত্যা মামলায় এ পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচজন আসামি গ্রেপ্তার আছে। এর মধ্যে তিনজন বাংলাদেশে। বাকি দুজন কলকাতায়। বাংলাদেশে গ্রেপ্তাররা হলেন, আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও শিলাস্তি রহমান। ভারতে গ্রেপ্তার হয়েছেন জিহাদসহ আরও একজন।