https://youtu.be/TfKceFxb6JI?si=LGayU9u6mt3E367N
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি ,সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ : ৩৭ হাজার ফুট উঁচুতে উড়ছিল বিমান। এ সময় গভীর ঘুমে তলিয়ে গেলেন দুই পাইলটই। এই কারণে যথাসময়ে বিমানকে ল্যান্ড করাতে পারেননি তারা। তবে বিমানে অটো পাইলট সিস্টেমের কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।
Advertisement
বিবিসির খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বিমানটি সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যাচ্ছিল। ককপিটে ছিলেন দুই পাইলট। এক সঙ্গে ঘুমিয়ে পড়েন দুজনই। পাইলটদের ঘুম না ভাঙায় রানওয়ে পার হয়ে যায় তাদের বিমান। মিস হয় ল্যান্ডিং।
এভিয়েশন হেরাল্ড জানিয়েছে, গত সোমবার (১৫ আগস্ট) এমন ঘটনা ঘটে।
জানা যায়, ফ্লাইট ইটি৩৪৩ এয়ারপোর্টের কাছাকাছি এসেও উচ্চতা কমাতে শুরু করেনি। পাইলটেরা ঘুমিয়ে থাকার সময় বিমানের অটোপাইলট ব্যবস্থা ওই বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিকে ৩৭,০০০ ফুট উঁচুতে ভাসিয়ে রেখেছিল।
Advertisement
বিমানবন্দরে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) কর্মকর্তারা পাইলটদের জাগাতে চেষ্টা করেও ব্যর্থ হন। বিমানটি উঁচু থেকে রানওয়ে পার হয়ে যাওয়ার পর অটোপাইলট বন্ধ হয়ে যায়, ককপিটের ভেতরে অ্যালার্ম বেজে ওঠে। সেই অ্যালার্মের শব্দেই জেগে ওঠেন তারা। এর ২৫ মিনিট পরে বিমানটিকে রানওয়েতে নামিয়ে আনেন তারা।
এভিয়েশন সার্ভেইলেন্স সিস্টেমে বিমানটির ফ্লাইটপাথের ছবিতে দেখা যায় আদ্দিস আবাবা বিমানবন্দরে ওপরে গণিতের ‘অসীম’ চিহ্নের মতো করে পাক খেয়েছে বিমানটি। ফ্লাইট রাডার টোয়েন্টিফোর ছবিটি প্রকাশ করেছে।
এভিয়েশন বিশেষজ্ঞ অ্যালেক্স ম্যাকেরাস বিষয়টিকে ‘গভীর উদ্বেগের’ বলে অভিহিত করেছেন। তবে তিনি এক্ষেত্রে ‘পাইলট ফ্যাটিগ’-এর দোষও খুঁজে পেয়েছেন। অস্বাভাবিক ও মাত্রাতিরিক্ত কর্মঘণ্টা, ঘুমের অসুবিধা এবং সার্কাদিয়ান রিদম নষ্ট হয়ে যাওয়ায় বিশ্বের অনেক দেশের পাইলট এ ধরনের অবসাদে ভোগেন।
Advertisement
গত মে মাসে নিউইয়র্ক থেকে রোমগামী একটি এয়ারবাস ৩৩০ বিমানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তখন বিমানটি ৩৮ হাজার ফুট উঁচুতে ছিল।